লেবুর খোসা নিয়মিত খেলে যে উপকার পাবেন

আইকোনিক ফোকাস ডেস্কঃ লেবুর খোসায় প্রচুর ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। যার কারণে ঘর পরিষ্কার এবং ত্বকের যত্নে লেবুর খোসা ব্যবহার করা অত্যন্ত ভাল।

অনেক সময় চায়ের কাপে দাগ দেখা দেয়। কিছুতেই এই দাগ মোছা সম্ভব হয় না। যা অনেক পরিষ্কার করার পরও দূর হয় না। এক্ষেত্রে লেবুর খোসা ব্যবহার করা যেতে পারে। 

আরও পড়ুন ঃপানি পানের উপকারিতা

ত্বকের যত্নে লেবুর খোসাও ব্যবহার করা যেতে পারে। ত্বকের মৃত কোষ দূর করতে লেবুর খোসা ব্যবহার করতে পারেন। এর জন্য হাঁটু, কনুই ছাড়াও লেবুর খোসা মুখেও ঘষা যেতে পারে। এটি ত্বকের মৃত কোষ দূর করে ত্বক উজ্জ্বল করে।

ফ্রিজের দুর্গন্ধ দূর করতে লেবুর খোসা ব্যবহার করা যেতে পারে। এ জন্য ৩ থেকে ৪ লেবুর খোসা নিয়ে ফ্রিজে রাখতে হবে। শুধু তাই নয়, ঘরকে স্বাস্থ্যকর এবং দুর্গন্ধমুক্ত করতেও  লেবুর খোসা ব্যবহার করা যেতে পারে। এ জন্য ঘরের ডাস্টবিন ও ড্রেনের আশেপাশে লেবুর খোসা রাখতে হবে। 

Leave a Reply

Translate »