রূপচর্চায় নিমের ব্যবহার 

আইকোনিক ফোকাস ডেস্কঃনিম ও নিম পাতার রয়েছে অনেক গুণ । এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের জন্য উপকারি। ব্রণ, ফুস্কুড়ি, দাগ দূর করতেও নিম পাতার জুড়ি নেই। শীতকালে ত্বক ভালো রাখতে নিম পাতার জুরি নেই ।

পড়ুন ঃ যেসব খাবারে ব্রণ ও ত্বকের দাগ কমবে

  • নিমপাতা সিদ্ধ করে পেস্ট করে মুখে লাগিয়ে ১০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকে কোনো দাগ থাকবে না।
  • নিম পাউডারের সঙ্গে তরল দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে, মুখ ও ঘাড়ে লাগান। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
  • শীতে সুন্দর ত্বক পেতে পাতার প্যাক ব্যবহার করতে পারেন। ১ চা চামচ বেসন, ১ চামচ টকদইয়ের সঙ্গে নিম পাউডার দিয়ে ভালো করে মেশান। এই প্যাক মুখে ও ঘাড়ে ভালো করে লাগান। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। কিছুদিন ব্যবহারে ব্রণের দাগ দূর করবে।
  •  ব্রণ দূর করতে নিমপাতার পাউডার, গোলাপজল এবং লেবুর রস একত্রে মিশিয়ে ২০ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। এরপর শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন ব্যবহারে উপকার পাবেন।
  • কয়েকটি নিমের পাতা, অল্প হলুদের গুঁড়ো এবং ঠাণ্ডাতরল দুধ দিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগিয়ে মাসাজ করুন। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিন। নিম ও হলুদ ত্বকের সংক্রমণ এবং ব্যাকটেরিয়া দূর করে। এ ছাড়া তৈলাক্ততা এবং ব্রণের প্রকোপ কমায়।

Leave a Reply

Translate »