রান দেখলে মোবাইল নাম্বারের কথা মনে হয়

আইকোনিক ফোকাস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষদিনের প্রথম ম্যাচে নামিবিয়াকে ১২৬ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। আর তাই শুরুটা ভালো করে শেষটায় গলদ করলে আগের সবকিছু তখন মূল্যহীন হয়ে যায়। আয়ারল্যান্ড নামিবিয়ার ম্যাচে এমন ঘটনাই দেখলো ক্রিকেট বিশ্ব। আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবিরনি টস জিতে ব্যাট সিদ্ধান্তটাকে বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছিলো দুই ওপেনার কেভিন ও’ব্রায়েন (২৫) ও পল স্টার্লিং (৩৮)।

উদ্বোধনী জুটিতেই আসে ৬২ রান। তাও আবার ৭.২ ওভারে। এমন শুরুর পরও নামিবিয়ার বোলারদের কাছে রীতিমত ধরাশায়ী হলো আয়ারল্যান্ডের মিডল অর্ডার ব্যাটাররা। তিনে নামা অ্যান্ড্রু বালবিরনি কিছুটা আশার আলো দেখালেও পারেনি বেশিদূর যেতে। ২৮ বলে ২১ রান করে বিদায় নেন তিনি। এছাড়া বাকি সবার রান দেখলে মোবাইল নাম্বারের ডিজিট ছাড়া অন্যকিছু মনে হবে না।

এর আগে, আয়ারল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ উইকেটে জিতে পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭০ রানে পরাজিত হয়। অন্যদিকে নামিবিয়া তাদের প্রথম ম্যাচে লঙ্কানদের কাছে ৭ উইকেটে হারলেও পরের ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পায় আফ্রিকা দেশটি।

Leave a Reply

Translate »