রাজামৌলির ‘বাহুবলী’র থেকেও দামি ‘আরআরআর’

আইকোনিক ফোকাস ডেস্কঃ ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা রামচরণ ও জুনিয়র এনটিআর। আগামী ২৫ মার্চ মুক্তি পাবে তাদের অভিনীত সিনেমা ‘আরআরআর’। তবে এই সিনেমা তৈরির খরচ শুনলে চক্ষু চড়কগাছ হবে!

সম্প্রতি অন্ধ্রপ্রদেশের মন্ত্রী পেরনি নানি সিনেমাটির বাজেট প্রকাশ্যে আনেন। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘আরআরআর’কে পর্দায় ফুটিয়ে তুলতে নির্মাতারা প্রায় ৩৩৬ কোটি টাকা ব্যয় করেছেন। জিএসটি এবং অভিনেতাদের পারিশ্রমিকের হিসেব আলাদা।

জানা গেছে, এই সিনেমার জন্য মাথাপিছু ৪৫ কোটি পারিশ্রমিক নিয়েছেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। এ ছাড়াও কয়েক মিনিটের উপস্থিতির জন্য ২৫ কোটি নিয়েছেন অজয়। পিছিয়ে নেই আলিয়া ভাটও। তিনি নিয়েছেন ৯ কোটি টাকা।

সবমিলিয়ে রাজামৌলির ‘বাহুবলী’র থেকেও দামি ‘আরআরআর’। প্রভাসের সেই সিনেমার জন্য বরাদ্দ ছিল ২৫০ থেকে ৩০০ কোটি। কয়েক বছর পর সেই বিপুল অঙ্কও অবলিলায় ছাপিয়ে গেল ‘আরআরআর’।

Leave a Reply

Translate »