রশিদ খান হলেন অধিনায়ক

আইকোনিক ফোকাস ডেস্কঃ নেতৃত্ব দিতে আগ্রহ নেই, দলের জন্য নিজের সেরাটাই উজার করে দিতে চান। আফগানিস্তান দলের ঘূর্ণিজাদুকর রশিদ খান। রশিদ বলেছিলেন, অধিনায়কত্বকে বেশ ভয় তার, পাছে পারফর্ম্যান্সে ভাটা পড়ে!

কিন্ত সেই রশিদ খানই নিজের কাঁধে দায়িত্ব তুলে নিলেন আফগান দলের।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, দলটির টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক করা হয়েছে রশিদ খানকে।

দুই মাস আগে আসগর আফগান থেকে অধিনায়কত্ব কেড়ে নেয় আফগান বোর্ড।  তখন হাশমত উল্লাহ শাহিদিকে দেওয়া হয় টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্ব।

অবশেষে রশিদ খানের ওপরই কুড়ি ওভার ম্যাচ সামলানোর দায়িত্ব এসে পড়ল।

অবশ্য এ দায়িত্ব নতুন কিছু নয় এ লেগস্পিনারের। এর আগে ২০১৯ সালে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়েই  অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় তাকে। দায়িত্বটাও বেশ নেভান তিনি। তার অধীনে আফগানরা সাতটি টি-টোয়েন্টি খেলে জেতে ৪টিতে। টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারানোর কীর্তিও গড়ে আফগান দল।

 

 

 

Leave a Reply

Translate »