যে কারণে ফলোয়িং থেকে আনফলো করলেন করিম বেনজেমা

আইকোনিক ফোকাস ডেস্কঃ বিশ্বকাপের ফাইনালের পরদিন হঠাতই অবসর নেওয়ার ঘোষণা দেন ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেনজেমা। সে সময়ই দেশটির ফুটবল কোচ দিদিয়ের দেশমের সঙ্গে রিয়াল মাদ্রিদের এই তারকার দ্বন্দ্বের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

কোচের পর এবার সতীর্থদের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টিও খোলাসা হয়েছে। বেশ কয়েকজন সতীর্থকে ইনস্টাগ্রামে আনফলো করার মধ্য দিয়ে এ দ্বন্দ্বের বিষয়টি সামনে আসে। এ তালিকায় প্রথমে রিয়াল মাদ্রিদ সতীর্থ অরেলিঁয় চুয়ামেনি থাকলেও পরে তাকে আবার ফলোয়িং এ আনেন বেনজেমা।

ইউরোপের কয়েকটির গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায় ফ্রান্সের দলে থাকা ২৬ খেলোয়াড়ের মধ্যে ১৫ জনকেই আনফলো করেছেন বেনজেমা। এখন তার ইনস্টাগ্রামে ফলোয়িং তালিকায় আছেন কিলিয়ান এমবাপ্পে, মার্কোস থুরাম, এদুয়ার্দো কামাভিঙ্গা এবং রাফায়েল ভারান।

Leave a Reply

Translate »