যে কারণে জেলে যেতে পারেন শ্রাবন্তী

আইকোনিক ফোকাস ডেস্কঃ কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিয়ে-ডিভোর্স নিয়ে আলোচনায় থাকেন। এ ছাড়া সামাজিকমাধ্যমে ছবি শেয়ার করে প্রায়ই ট্রলের শিকার হতে দেখা যায় তাকে। তবে এ বিষয়ে একদমই দমে নেই তিনি। নিয়মিত পোস্ট করে যাচ্ছেন। তবে এবার মামলা হলো এই অভিনেত্রীর নামে। শুধু তাই নয় অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তার ৭ বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৫ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী। সেই ছবিতে একটি বেজিকে হাতে নিয়ে রেখেছেন অভিনেত্রী। বেজির গলায় ছিল বকলস এবং বাঁধা ছিল মোটা চেইনের মাধ্যমে। ওই ছবিটির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছিলেন ‘আচমকা ছোট্ট বন্ধুটীর সঙ্গে দেখা হলো’।

তারপর থেকেই প্রাণী প্রেমীদের তোপের মুখে পড়েছিলেন তিনি। এবার সেই ছবির সূত্র ধরে পড়লেন আইনের মারপ্যাঁচে। শ্রাবন্তীর বিরুদ্ধে বণ্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯ ধারায় মামলা হয়েছে। শিগগিরই কলকাতার সল্টলেকের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ডাটা ম্যানেজমেন্ট ইউনিটের সামনে হাজিরা দিতে হবে অভিনেত্রীকে।

তবে এ প্রসঙ্গে কোনো কথাই বলতে চাননি শ্রাবন্তী। তার আইনজীবী এস কে হাবিবউদ্দিন জানান, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সঙ্গে দেখা করে তারা আগে পুরো বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানবেন। এরপরই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

Leave a Reply

Translate »