যে কারণে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন রশিদ খান

আইকোনিক ফোকাস ডেস্কঃ আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানে আন্তর্জাতিক পরিসরে দেশটির ক্রিকেটের উড়ন্ত গতি থেমে যাবে বলে ধারণা করেছিলেন দেশটির তারকা ক্রিকেটার রশিদ খান।

 

পরে অবশ্য সুর পাল্টিয়ে বলেছিলেন, পরিবর্তিত পরিস্থিতিতেও তার দেশের ক্রিকেট চলবে আপন গতিতে। টিটোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেবে আফগানিস্তান।

 

কারণ তালেবাননিয়ন্ত্রিত কাবুলেই টিটোয়েন্টি বিশ্বকাপের জন্য অনুশীলন করতে পেরেছে তার দল। কিন্তু বিশ্বকাপের দল ঘোষণার পর পরই অভিমান করে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন রশিদ খান। 

 

রশিদ খান লেখেন দলের অধিনায়ক দেশের দায়িত্বশীল একজন হিসেবে, দল নির্বাচনের বিষয়ে আমার অধিকার প্রাপ্য। কিন্তু এসিবি মিডিয়া যে দল ঘোষণা করেছে, সেটি নিয়ে নির্বাচক কমিটি এসিবি আমার সম্মতি নেয়নি। আফগানিস্তান টিটোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব থেকে আমি পদত্যাগ করছি, যা কার্যকর হচ্ছে মুহূর্ত থেকেই।

 

বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মতো অবশ্য চূড়ান্ত দল ঘোষণা করেনি আফগানিস্তান। বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের দল দিয়েছে তারা। পরে সেখান থেকে নামিয়ে ১৫ জনে আনা হবে।

Leave a Reply

Translate »