আইকোনিক ফোকাস ডেস্কঃ ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। অভিনয় ক্যারিয়ারে তার ব্যবসাসফল সিনেমার সংখ্যা কম নয়। তার এই সফলতার কারণ জানতে অনুরাগীদের আগ্রহের কমতি নেই। একজন মানুষকে কীভাবে সফল অভিনেতা হতে হয়, সে বিষয়ে নিজের ভাবনার কথা জানালেন ক্যারিয়ারের তুঙ্গে থাকা এই অভিনেতা।
কয়েকদিন আগে ‘রাউডি বয়েস’ সিনেমার প্রি-রিলিজ অনুষ্ঠানে হাজির হয়ে সফলতার মূলমন্ত্র জানান রাম চরণ। তিনি বলেন, ‘একজন অভিনেতা হিসেবে সফল হতে হলে অভিনয় দক্ষতার চেয়ে বেশি জরুরি নিয়মানুবর্তিতা। সকাল ৭টায় সেটে উপস্থিত হবেন, আর বাসায় ফিরবেন শুধু ওয়ার্কআউটের জন্য। এটা শুনতে বিরক্তিকর মনে হলেও সব সফল অভিনেতাই কাজটি করেছেন।
রাম চরণের বাবা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মন্ত্রী চিরঞ্জীবী। তিনি ছেলেকে (রাম চরণ) নিয়মানুবর্তিতার শিক্ষাটি দিয়েছিলেন। তা উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘যে ব্যক্তি নিয়মকানুন মেনে চলেন, তিনি অনেক প্রতিভাবান মানুষের চেয়ে বেশি সফল হন। আমি যখন অভিনয় ক্যারিয়ার শুরু করি, তখন আমার বাবা আমাকে বিষয়টি শিখিয়েছিলেন।