আবার বেড়ে গেলো সোনার দাম

আইকোনিক ফোকাস ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে কিছুদিন আগে সোনার দাম কমলেও গত সপ্তাহে ফের দাম বেড়েছে। সোনার দাম ১ দশমিক ২১ শতাংশ এবং রুপার দাম ২ দশমিক ৯২ শতাংশ বেড়েছে।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহের শেষ কার্যদিবসে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম কমে ৪ দশমিক ৮০ ডলার বা দশমিক ২৬ শতাংশ। এরপরও সপ্তাহের ব্যবধানে সোনার দাম বেড়েছে ১ দশমিক ২৬ শতাংশ বা ২১ ডলার।

এতে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৮১৭ দশমিক ২৯ ডলার। আগের সপ্তাহের সোনার দাম কমে ৩১ দশমিক ৬১ ডলার। তার আগের তিন সপ্তাহ টানা দাম বাড়ার মাধ্যমে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৮২৭ দশমিক ৯০ ডলারে উঠে আসে।

আন্তর্জাতিক বাজারে টানা দরপতন হতে থাকায় গত ১৫ ডিসেম্বর থেকে দেশের বাজারেও সোনার দাম কমিয়ে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ৭৩ হাজার ১৩ টাকা।

Leave a Reply

Translate »