আইকোনিক ফোকাস ডেস্কঃ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ব্যাটারকে টাইমড আউট হতে দেখল ক্রিকেটবিশ্ব। চলমান বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ঘটেছে এমন বিরল ঘটনা। অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেই আউট নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এবার এই ইস্যুতে প্রমাণসহ বিবৃতি দেবে শ্রীলঙ্কা।
গতকাল সোমবার (৬ নভেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাথিউস জানান, ‘বাংলাদেশ দলের প্রতি এতদিন পর্যন্ত আমার সম্মান ছিল। অবশ্যই আপনি জেতার জন্য খেলবেন। যদি নিয়মের মধ্যে হয় তাহলে ভালো কিন্তু নিয়মই পরিষ্কারভাবে বলছে, আজকের ঘটনায় আমি দুই মিনিটের মধ্যে মাঠে ছিলাম। আমাদের কাছে ভিডিও প্রমাণ আছে। আমরা পরে বিবৃতি দেবো। আমাদের কাছে ভিডিও প্রমাণ, ফুটেজ আছে। সব কিছুই দেখা হয়েছে। আমি এখানে প্রমাণ নিয়ে কথা বলতে এসেছি।’
নিয়ম অনুযায়ী আউট দিয়েছেন ফিল্ড আম্পায়ার। তবে আম্পায়ারই কি ভুল? এমন প্রশ্নের জবাবে ম্যাথিউস বলেন, ‘আমার মতে হ্যাঁ। কারণ আমি ভুল কিছুই করিনি। কার ভুল এটা। বিশ্বকাপের ম্যাচ বলেই আলোচনা দরকার। যদি শেষ ওভারে এমন অবস্থা হতো যেখানে কারো ৩/৪ রান লাগবে আর এক উইকেট আছে। তখন কি করতেন? এটা পুরোপুরি কমনসেন্সের বিষয়। আমি সময় ক্ষেপণ করছিলাম না। আমি কোন সুবিধা নিচ্ছিলাম না। এটা পুরোপুরি ইকুইপমেন্ট ম্যালফাংশন ছিলো।’
লঙ্কান ইনিংসের ২৫তম ওভারের দ্বিতীয় বলে সাদিরা সামারাবিক্রমা যখন সাকিবের বলে ক্যাচ দিয়ে আউট হন, তার খানিকের মধ্যেই মাঠে প্রবেশ করেন ম্যাথিউস। যদিও বল মোকাবিলা করতে বেশ কিছুটা সময় নিয়ে নেন তিনি। তার আনা হেলমেটের স্ট্র্যাপে সমস্যা ছিল, সেটা বদলাতে থাকেন। যখন বল মোকাবিলা করতে তৈরি হন, তখন টাইমড আউটের আবেদন করে বসেন সাকিব। ফিল্ডিং অধিনায়ক ছাড় না দেওয়ায় আম্পায়ার মারাইস ইরাসমাসকে টাইমড আউটের ঘোষণা দিতে হয়। আন্তর্জাতিক ক্রিকেট প্রথমবার দেখে এমন আউট।