মেসির নামে আন্দিজ পর্বতে স্টেডিয়াম

বিশ্বজুড়ে অসংখ্য ভক্তের ভালোবাসায় সিক্ত আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। এটা যেন এক ভালবাসার নাম, আবেগের নাম। সেই ভালবাসার প্রকাশ দেখা গেলো এবার আন্দিজ পর্বতমালায়।

সম্প্রতি আর্জেন্টিনার এক ভক্ত পাহাড়ের চূড়ায় একটি মিনি স্টেডিয়াম তৈরি করেছেন। যার নাম রাখা হয়েছে, ‘এস্তাডিও লিও মেসি।’ অর্থাৎ, লিওনেল মেসি স্টেডিয়াম।

সাধারণ ভক্তদের হৃদয়ে মেসি কতটা আসন নিয়েছেন, সেটাই যেন এই কাজ থেকে বোঝা যায়। মেসির জন্মস্থান রোজারিও থেকে প্রায় এক হাজার কিলোমিটার দুরে মেন্দোজায় তৈরি করা হয়েছে স্টেডিয়ামটি।

অবশ্য এই স্টেডিয়ামে কোনো ফ্লাডলাইট নেই। কোনো সঠিক পিচ নেই, এমনকি নেই কোনো মার্কিংও। এমনকি যে গোলপোস্ট তৈরি করা হয়েছে, তারও কোনো আদর্শ মাপ নেই।

এটা মূলত একটা ছোট মাঠ, যা পাহাড়ের চূড়ায় অবস্থিত। আবার মাঠের পাশে দাঁড়ালেই উপভোগ করা যায় আন্দিজের অনিন্দ্য সৌন্দর্য।

মেসির নামে স্টেডিয়াম তৈরি করা পাগল ভক্তটি হচ্ছেন একজন রাঁধুনি। তার নাম ফ্রান্সিসকো হাভিয়ের গার্দিওলা। ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার সঙ্গে নামের মিল থাকলেও তার সঙ্গে ফ্রান্সিসকো গার্দিওলার কোনো সম্পর্ক নেই। তিনি মূলত মেসির প্রতি ভালোবাসা থেকেই এই স্টেডিয়ামটি তৈরি করেছেন।

ফ্রান্সিসকোর কন্যা ম্যাকা গার্দিওলা সেই স্টেডিয়ামের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমার বাবা মেন্দোজা পর্বতের চূড়ায় একটি স্টেডিয়াম নির্মাণ করেছেন। যার নাম দিয়েছেন এস্তাডিও লিও মেসি।’

সে আরো লিখেছে, ‘আমি এটাকে দেখতে চাই। এটা হচ্ছে আমার ওল্ড ম্যানের (বাবা) একটি স্বপ্ন। আমি মনে করি, বার্সেলোনা মেসিকে যে পারিশ্রমিক প্রদান করে, তার চেয়েও আমার বাবার এই ভালবাসা অনেক বড়।’

Leave a Reply

Translate »