আইকোনিক ফোকাস ডেস্কঃ আজ ৩০ জুন। বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির শেষ দিন আজকে। আগামীকাল থেকে ‘ফ্রি’ হয়ে যাবেন এই আর্জেন্টাইন তারকা। তখন যেকোনো ক্লাব চাইলে মেসির সঙ্গে আলোচনায় বসতে পারবে, তাঁকে দলে নেওয়ার জন্য প্রকাশ্যে চেষ্টা চালিয়ে যেতে পারবে। ১৭ বছরের মধ্যে এই প্রথমবারের মতো বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি এভাবে শেষ হয়ে যাচ্ছে।
তবে মেসি যেহেতু এখন আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা খেলায় ব্যস্ত, এটা মোটামুটি নিশ্চিত, আজকের মধ্যে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে সই করা হচ্ছে না মেসির। আপাতত মেসির আর্থিক দাবি অনুযায়ী আরও দুই বছরের চুক্তি প্রস্তাব করে রেখেছে বার্সেলোনা।
তবে মেসি দেখতে চান ক্লাব আদৌ ভালো করতে চায় কি না, ভালো খেলোয়াড় নিয়ে এসে শক্তিশালী হতে চায় কি না। সেটা দেখে মেসি যদি সন্তুষ্ট হন, তবেই নতুন চুক্তি সই করবেন বার্সেলোনার সঙ্গে।
পরে কী হবে সেটা পরের বিষয় তবে আজ যে মেসির সঙ্গে বার্সার চুক্তি শেষ, এটা নিশ্চিত। তবে মেসি সব সময় চায় বার্সেলোনার হয়েই খেলতে। মেসি যদি বার্সেলোনার হয়ে না খেলে তা হলে বার্সেলোনার অবস্থান কি হবে বলা মুশকিল।