মেসি,নেইমার,এমবাপ্পের খেলা দেখেও মন ভরল না কেনো ভক্তদের

আইকোনিক ফোকাস ডেস্কঃ তাঁদের তিনজনকে বলা হচ্ছিল ‘স্বপ্নত্রয়ী’। লিওনেল মেসি, নেইমার আর কিলিয়ান এমবাপ্পে একসঙ্গে মাঠে নামলে প্রতিপক্ষের অবস্থা কী হবে-আলোচনা ছিল এমনই। কিন্তু কাল চ্যাম্পিয়নস লিগে পিএসজি আর বেলজিয়ামের ক্লাব ব্রুগার ম্যাচে মেসি-নেইমার-এমবাপ্পেত্রয়ীকে একসঙ্গে দেখা গেল ঠিকই, তবে মন ভরল না।

 

পিএসজির জার্সি গায়ে চ্যাম্পিয়নস লিগে মেসির অভিষেক হয়েছে কাল। ক্লাব ব্রুগাকে শক্তিশালী পিএসজি উড়িয়ে দেবে, এমন প্রত্যাশাই ছিল। কিন্তু নিজেদের মাঠে ব্রুগা খেলেছে দুর্দান্ত। উল্টো পিএসজির তারকাখচিত দলকে তাদের সামনে ম্যাচে অনেক সময়ই বর্ণহীন, নির্বিষ মনে হয়েছে। অনেকেই তো বলছেন, ম্যাচটা যে পিএসজি হারেনি, এটাই ঢের। ১-১ গোলে ম্যাচটি ড্র হওয়ার পর ফরাসি ক্লাবটি বরং নিজেদের ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের তুলনায় নিজেদের ভাগ্যবান মনে করতে পারে। পরশু সুইস ক্লাব ইয়ং বয়েজের কাছে ২-১ গোলের হারে চ্যাম্পিয়নস লিগে শুরুটা বাজেই করেছে ম্যান ইউনাইটেড।

 

পিএসজির জার্সি গায়ে চ্যাম্পিয়নস লিগে মেসির অভিষেক হয়েছে কাল। ক্লাব ব্রুগাকে শক্তিশালী পিএসজি উড়িয়ে দেবে, এমন প্রত্যাশাই ছিল। কিন্তু নিজেদের মাঠে ব্রুগা খেলেছে দুর্দান্ত। উল্টো পিএসজির তারকাখচিত দলকে তাদের সামনে ম্যাচে অনেক সময়ই বর্ণহীন, নির্বিষ মনে হয়েছে। অনেকেই তো বলছেন, ম্যাচটা যে পিএসজি হারেনি, এটাই ঢের। ১-১ গোলে ম্যাচটি ড্র হওয়ার পর ফরাসি ক্লাবটি বরং নিজেদের ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের তুলনায় নিজেদের ভাগ্যবান মনে করতে পারে। পরশু সুইস ক্লাব ইয়ং বয়েজের কাছে ২-১ গোলের হারে চ্যাম্পিয়নস লিগে শুরুটা বাজেই করেছে ম্যান ইউনাইটেড।

 

দলে আরও অনেক বেশি ধারাবাহিকতা আর গতির প্রয়োজন বলে মনে করেন পচেত্তিনো, ‘আমাদের দলে গতি দরকার, দরকার খেলোয়াড়দের ধারাবাহিকতা। আমরা অনেক বেশি ভুল করছি। এসব করা যাবে না। তবে এত কিছুর পরও দলের খেলোয়াড়দের ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমাদের এখন নীরবে নিজেদের কাজটা সঠিকভাবে করে যেতে হবে।

Leave a Reply

Translate »