মুস্তাফিজের ৫ বলে ওভার

আইকোনিক ফোকাস ডেস্কঃ ক্রিকেটের আইন অনুযায়ি এক ওভার বলতে বৈধ ৬ বলকে বুঝানো হয়। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বলে ওভার ঘোষণার নজিরও আছে অল্পস্বল্প। তেমনি একটি ঘটনার স্বাক্ষী ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

গতকাল শুক্রবার (২২ জানুয়ারি) ৫ বলে ওভার দেখা গেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডেতে।

মিরপুর স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৪০ ওভারে মাত্র ৫ বল করেছেন মুস্তাফিজ! আম্পায়াররা ভুল করে ৫ বল পরই ওভার ঘোষণা করেছেন। ওভার শেষ হওয়ার পর ভুল ধরতে পেরেছিলেন আম্পায়াররা, কিন্তু তখন খেলা সামনে এগিয়ে গেছে আপন গতিতে।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বারই এমন ঘটনা ঘটেছিল। ২০১২ সালে অ্যাডিলেডে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে লাসিথ মালিঙ্গার করা ৩০তম ওভারেও ৫ বলে ওভার ঘোষণা করা হয়েছিল।

অফিসিয়াল স্কোরারদের মাধ্যমে গতকাল জানা গেছে, মুস্তাফিজের প্রথম ২ বলে রান নিতে পারেননি ব্যাটসম্যান রোভম্যান পাওয়েল। তৃতীয় বলটি ওভার স্টেপিংয়ের কারণে ‘নো’, ফ্রি হিটের বলটিও উচ্চতার কারণে ‘নো’। বৈধ তৃতীয় বলে ২ রান দেন মুস্তাফিজ। চতুর্থ, পঞ্চম বলেও রান হয়নি। কিন্তু তখন ওভার শেষে হয়েছে ভেবে ওভার শেষের ঘোষণা দেন আম্পায়ার গাজী সোহেল।

Leave a Reply

Translate »