আইকোনিক ফোকাস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চালু করা ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বা মাস সেরার স্বীকৃতির বয়স এক বছরও হয়নি। তবে এরই মধ্যে পুরস্কারটি বগলদাবা করেছেন বাংলাদেশের দুই নক্ষত্র মুশফিকুর রহিম ও:c।
এবার মুশফিক-সাকিবদের পাশে নাম লেখানোর সুযোগের হাতছানি নাসুম আহমেদের সামনে। সেপ্টেম্বর মাসের সেরা হওয়ার লড়াইয়ে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় আছেন বাঁহাতি এ স্পিনার।
অথচ তিনি জানেনই না এই ‘প্লেয়ার অব দ্য মান্থ’ ব্যাপারটি আসলে কী! এটি কেন আর কীভাবে দেওয়া হয়, সে বিষয়ে স্পষ্ট ধারণা নেই তার।বিষয়টি সম্পর্কে জানতে মুশফিকের কাছে ধরণা দিয়েছেন নাসুম। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দলের সঙ্গে এ মুহূর্তে ওমানে আছেন নাসুম। সেখান থেকে বিসিবির ভিডিওবার্তায় এসব কথা জানান তিনি।
বললেন, আসলে ‘প্লেয়ার অব দ্য মান্থ’ কী, সেটি আমি জানতাম না। কাল অনুশীলনের পর হোটেলে গিয়ে জেনেছি। আমি বিষয়টি বুঝিও নাই যে জিনিসটি কী। অনেকের সঙ্গেই কথা বলেছি- মুশফিক ভাইয়ের সঙ্গে কথা বলেছি যে, ভাই এটি কী বা কীভাবে পায়, কেন দেয় এটি- এসব জিজ্ঞেস করেছি ওনাকে।
তো অনুজ নাসুমকে কী শেখালেন মুশফিক?
নাসুম বলেন, ‘উনি (মুশফিক) বললেন যে, তোকে মনোনয়ন দেওয়া হয়েছে, এখন সবাই ভোট দেবে। এর পর তুই বেশি ভোট পেলে প্লেয়ার অব দ্য মান্থ হবি। তোর নাম ঘোষণা করবে আইসিসি।’ তবে আমি এখনও বুঝে উঠতে পারছি না জিনিসটি আসলে কী। হয়তো এটি অনেক সম্মানের বিষয়। শেষ সিরিজগুলো ভালো খেলছি, হয়তো তার পুরস্কার এটি।