মুক্তির আগেই ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল ‘থ্যাংক গড’ সিনেমাটির

আইকোনিক ফোকাস ডেস্কঃ মুক্তির আগেই ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল ‘থ্যাংক গড’ সিনেমাটির। নিষিদ্ধ ঘোষণা দিল কুয়েত সেন্সর বোর্ড। সেইসঙ্গে পশ্চিম এশিয়ার ইসলাম অধ্যুষিত দেশগুলোতেও আটকে গেল ‘থ্যাংক গড’।

আগামী ২৪ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছে সিনেমাটিতে। অভিনেতা অজয়, সিদ্ধার্থ ও পরিচালক ইন্দ্র কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনার পর পর কুয়েতে সিনেমাটি নিষিদ্ধ করা হয়। সিনেমাটিতে ভগবান চিত্রগুপ্তের উপাসনাকারী কায়স্থ সম্প্রদায়কে অবমাননা করা হয়েছে বলে মন্তব্য করা হয়। ‘থ্যাঙ্ক গড’-এর ঝলকে অজয়ের পরনে ব্লেজার, প্যান্ট এবং শার্ট পরিহিত অবস্থায় দেখা যায়। ঝলক শুরু হয় সিদ্ধার্থর জীবনের এক দুর্ঘটনা দিয়ে। এর পরে সিদ্ধার্থ প্রভু চিত্রগুপ্তের সঙ্গে দেখা করেন। পৌরাণিক চরিত্রে অজয় সিদ্ধার্থের ইহজগতের পাপ-পুণ্যের হিসাব দিতে থাকে, প্রচলিত বিশ্বাস অনুযায়ী কর্মফল গণনা করে পরলোকে মানুষের অবস্থান নির্ণয় করেন। সিনেমার তেমনি কিছু দৃশ্যে গডকে খাটো করে দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। আপত্তিকর শব্দ ব্যবহার হয়েছে এমন দাবি অভিযোগকারীদের।

Leave a Reply

Translate »