আইকোনিক ফোকাস ডেস্কঃ বন্ধুর কাছ থেকে মোটাসোটা একটা বই ধার করেছেন প্রাচী। গ্লোবাল দেশি নামের ওই বই হাতে নিজের বেশ কিছু ছবিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুক-ইনস্টাগ্রামে যাপিত জীবনের ভাগ দিলেও অন্তর্গত দুঃখ–বেদনার ভাগ এই অভিনেত্রী সহজে দেন না। গত পরশু এই পড়ুয়া অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা জানিয়েছে তাঁর অনুরাগী–অনুসারীর দল। গত রোববার ছিল এই বলিউড অভিনেত্রীর ৩৩তম জন্মদিন।
জন্মদিন উপলক্ষে প্রাচীর ভিডিও ইন্টারভিউয়ের একটি সংকলন প্রকাশ করে বলিউড হাঙ্গামা। একটিতে তাঁর কাছে জানতে চাওয়া হয়, পত্রিকার ‘পাত্রী চাই’ কলামে চোখ আটকে গেলে পাত্রের কোন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন? প্রাচীর উত্তর, ‘শিক্ষাগত যোগ্যতা।
ভিডিও ইন্টারভিউয়ের এই সংকলনে জীবনের একটা কঠিন শিক্ষা শেয়ার করেছেন প্রাচী। রোহিত শেঠির সঙ্গে তাঁর প্রেম ছিল। একদিন ফোনে তিনি জানালেন, ভারতের বাইরের একটি দেশে আছেন তিনি। প্রেমিককে চমকে দিতে সেখানে গিয়ে নিজেই চমকে যান প্রাচী। জানতে পারেন, রোহিত সেখানে নেই। এই মিথ্যাচারে রীতিমতো হৃদয় ভেঙে গিয়েছিল তাঁর।
এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘সেই দেশে পৌঁছে যখন জানলাম সে নেই, তাঁকে কিচ্ছু বলিনি। ফোনে যখন কথা হলো, অনেকটা সময় চুপ করে ছিলাম। এতে সে–ও চমকে গিয়েছিল। আমি পাত্তা দিইনি, নিজের মতো সময় কাটিয়েছি। সময়টা আমার আসলে একা কাটানো খুব জরুরি ছিল।’ কারও কাছ থেকে আঘাত পেলে মন খুলে সেটা কাউকে বলতে পারেন না প্রাচী। তিনি বলেন, ‘জানি এই প্রবণতা হয়তো ভালো না। কিন্তু আমি তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারি না। দরকার হলে পরে বলি।