মিথিলার সঙ্গে জুটি বাধছেন নাঈম, নদীর সাথে নারীর গল্পে

আইকোনিক ফোকাস ডেস্ক: গত চার মাসধরে মিথিলার নতুন নতুন সিনেমার খবর আর সাম্প্রতিক পুজোর চোখজুড়ানো ফটোশুটে সরগরম হয়ে আছে টলিপাড়া। সহসা ঢাকায় ফেরার লক্ষণ ছিলো না তাতে। অথচ হঠাৎই ফিরলেন, দিলেন চমকও।

জানালেন, নতুন সিনেমার খবর। নাম তার ‘জলে জ্বলে তারা’। এতে মিথিলার নায়ক হিসেবে থাকছেন টিভি সু-অভিনেতা এফএস নাঈম। সরকারি অনুদান নিয়ে ছবিটি নির্মাণ করছেন অরুণ চৌধুরী।

মিথিলা বলেন, ‘আমাকে ছাড়াই ছবিটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে! আমি তখন কলকাতায়। সেখান থেকেই অরুণদার সঙ্গে পুরো বিষয়টি চূড়ান্ত করি। গত সপ্তাহে ঢাকায় ফিরি। সব ঠিক করে গতকাল (১২ অক্টোবর) চুক্তিবদ্ধ হই। আর শুটিংয়ে ঢুকছি কাল (১৪ অক্টোবর) থেকে।’

এতে নাঈম-মিথিলা ছাড়াও আছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মুনিরা আখতার মিঠু, মোস্তাফিজুর নূর ইমরান, ইকবাল, শখ, ওবিদ রেহান প্রমুখ। ছবিটির গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী।

‘জলে জ্বলে তারা’তে যুক্ত হওয়া প্রসঙ্গে মিথিলা বলেন, ‘এটি মূলত একটি নদী ও একজন নারীর গল্প। নারীর নাম তারা। সেই চরিত্রটিই আমি করছি। এই ছবিটি আমার জন্য বিশেষ। কারণ, এর আগে আমি যা করেছি তার প্রায় সবই আরবান চরিত্র। এবারই প্রথম গ্রামীণ পোড়খাওয়া একজন নারীর চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছি। সেজন্যই মূলত কাজটি করছি।’

টিভি পর্দার লম্বা ক্যারিয়ার পেরিয়ে গত বছর সিনেমায় অভিষেক হয় ঢাকার ‘অমানুষ’ দিয়ে। অনন্য মামুনের এই ছবিটি রয়েছে মুক্তির মিছিলে। সম্প্রতি কলকাতায় গিয়ে কাছাকাছি সময়ে যুক্ত হলেন টলিউডের তিনটি সিনেমায়। প্রথমটি  রাজর্ষি দে’র ‘মায়া’, রিঙ্গোর ‘আ রিভার ইন হ্যাভেন’ এবং অরুণাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’।

প্রসঙ্গত, কন্যা আইরাকে নিয়ে গত ৩০ জুন কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রাফিয়াত রশিদ মিথিলা।

Leave a Reply

Translate »