আইকোনিক ফোকাস ডেস্কঃ ২০২০ সালে ছেলের নামে একটি রাজনৈতিক দল গঠন করেন বিজয়ের বাবা পরিচালক এসকে চন্দ্রশেখর। দলটির নাম রাখা হয়েছিল ‘অল ইন্ডিয়া থালাপতি বিজয় মক্কল ইয়াক্কম’। নির্বাচনী কমিশনের কাছে যে কাগজপত্র জমা দেওয়া হয়েছিল, তাতে দলটির সাধারণ সম্পাদক হিসেবে এসকে চন্দ্রশেখরের নাম রয়েছে। আর থালাপতি বিজয়ের মা শোভা চন্দ্রশেখর এই দলটির কোষাধ্যক্ষ।
ঘটনার সূত্রপাত হয়, যখন এই তারকার বাবা এস চন্দ্রশেখর ঘোষণা করেন, তাঁর ছেলে বিজয় রাজনীতিতে যোগদান করতে চলেছেন। আর তাঁর নিজের নামে একটি রাজনৈতিক দল নিবন্ধভুক্ত করাবেন। আর তাই এই দক্ষিণি তারকা তাঁর মা–বাবাসহ ১১ জনের বিরুদ্ধে মাদ্রাজ উচ্চ আলাদতে মামলা করেছেন। ২৭ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে।
এর পরিপ্রেক্ষিতে আদালত বলেছেন, এই সম্মানিত নায়কের থেকে আশা করা হয় যে তিনি সময়মতো ও সঠিকভাবে আয়কর প্রদান করবেন। আর যে অভিনেতাকে ভক্তরা বাস্তবের নায়ক হিসেবে দেখেন, তিনি শুধু পর্দাতেই সীমিত থাকতে পারেন না৷ কিছুদিন আগে বিজয়ের ‘মাস্টার’ ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন বিজয় সেতুপতি। ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল।