আইকোনিক ফোকাস ডেস্কঃ মানবদেহে সুপারহিউম্যান ইমিউনিটি বা অতিমানবীয় রোগ প্রতিরোধ ক্ষমতা পেয়েছেন বিজ্ঞানীরা। যা দিয়ে করোনাসহ যে কোনো ভয়ংকর ভাইরাস মোকাবেলা সম্ভব।
নতুন এক গবেষণা বলছে, কিছু মানুষের শরীরে উল্লেখযোগ্য-ভাবে উচ্চ পর্যায়ের রোগপ্রতিরোধ ক্ষমতা রয়েছে। যা দিয়ে মোকাবিলা করা সম্ভব করোনাসহ যে কোনো ভাইরাস। একে সুপারহিউম্যান ইমিউনিটি বা অতিমানবীয় রোগ প্রতিরোধ ক্ষমতা বলা হচ্ছে।
করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর টিকা নেয়া কিছু ব্যক্তির রোগপ্রতিরোধ ক্ষমতা নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। তারা জানান, যারা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন বা শুধু টিকা নিয়েছেন, তাদের তুলনায় যারা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর টিকা নিয়েছেন তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা অনেক বেশি।
রকফেলার বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট পল বিনাশ সুপারহিউম্যান ইউমিনিটি না বলে একে হাইব্রিড ইমিউনিটি বলে আখ্যা দিয়েছেন।
তিন বলেন, যাদের এ ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে তারা শুধু সার্স কোভিড ভাইরাস নয়, আরো ভয়ংকর ভাইরাস থেকেও নিজেদের রক্ষায় সক্ষম হবে। তবে এ বিষয়ে তার দল আরো গবেষণা করছে। বুস্টার ডোজে রোগপ্রতিরোধ ক্ষমতা কোন পর্যায়ে দাঁড়ায় তা নিয়েও গবেষণা করছেন তারা।