আইকোনিক ফোকাস ডেস্কঃ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ দলের সাফল্যের সঙ্গেই সারা দেশেই বাড়ছে ক্রিকেটের জনপ্রিয়তা। জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে অনেকেই ছোট বয়স থেকেই নিজেকে প্রস্তুত করছে। স্থানীয় কোচের অধীনে হয়তো নিজের চোখে উন্নতিও হচ্ছে কিন্তু, সত্যিকার অর্থেই কি উন্নতি হচ্ছে? সেটি বুঝতে হলে নিজের যোগ্যতা/অযোগ্যতা সবসময়ই ‘ক্রিটিকালি’ মূল্যায়ন করতে হবে এবং অবশ্যই নিজেকে। নিজেরই জানতে হবে, আমি আসলে কোন অবস্থায় আছি? ক্রিকেটার হিসেবে নিজের উন্নতি করতে, জেনে নিতে পারো দারুন ৬টি টিপস। টিপসগুলো যদি তুমি সিরিয়াসলি মেনে নিজেকে প্রস্তুত করতে পারো, তাহলে ধরে নিতে পারো তোমার স্বপ্ন পূরণের পথে অনেকটা পথ তুমি ভাল মতো পাড়ি দিতে পেরেছো। টিপসগুলোর গুরুত্ব অপরিসীম।তা হলে চলুন জেনে নেয়া যাক টিপস গুলোর কথা।
- মনযোগ দিয়ে টিভিতে/মাঠে দেখতে হবে ম্যাচ
- ধৈর্য্য নিয়ে অনুশীলন করতে হবে
- নিজের দূর্বলতা স্বীকার করো এবং সেভাবে কাজ করো
- নিজের শক্তি সম্পর্কে ভালভাবে জানো
- খেলার মধ্যে নিজেকে সবসময় রাখো
- নিজের উপর বিশ্বাস হারানো যাবে না