আইকোনিক ফোকাস ডেস্কঃ সম্প্রতি ভারতের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। এর জেরে মামলা হয়েছে এ অভিনেত্রীর নামে। কঙ্গনার বিরুদ্ধে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন আম আদমি পার্টির (এএপি) নেতা প্রীতি মেনন। মেনন বলেন, ‘কঙ্গনা বিজেপির কট্টর সমর্থক। তিনি বিজেপিকে খুশি করতে যা ইচ্ছে তাই বলে বেড়ান। ’ তবে মুম্বাই পুলিশ কি পদক্ষেপ নিতে যাচ্ছে কঙ্গনার ব্যাপারে, তা এখনও স্পষ্ট নয়। তবে বলিউডে বেশ গুঞ্জন চলছে, এবার গ্রেপ্তার হতে পারেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, ‘ভারতের আসল স্বাধীনতা ২০১৪ সালে এসেছিল। ১৯৪৭ সালে যেটা ছিল, সেটা ভিক্ষা। ’
কঙ্গনার এমন কথায় ক্ষোভ প্রকাশ করে সাংসদ ও বিজেপি নেতা বরুণ গান্ধী বলেন, ‘কখনও মহাত্মা গান্ধীর আত্মত্যাগকে অপমান, কখনও তার হত্যাকারীর প্রশংসা। আর এখন মঙ্গল পান্ডে, রানি লক্ষ্মীবাই, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং লক্ষাধিক স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগের প্রতি ঘৃণা। এই চিন্তাকে পাগলামি নাকি দেশদ্রোহিতা বলব?
এদিকে কঙ্গনার ওই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে অনেকেই কঙ্গনাকে মোদি ও বিজেপির দালাল বলে আখ্যায়িত করেছেন৷ তবে এসব নিয়ে এখনো মুখ খোলেননি কঙ্গনা৷