আইকোনিক ফোকাস ডেস্কঃপৃথিবী এত সুন্দর কেননা পৃথিবীতে রয়েছে প্রানের অস্তিত । মাটি, বায়ু, পানির সংস্পর্শে প্রতিনিয়ত ঘটছে প্রাণের উদ্ভাবন।গড়ে উঠেছে এক বাস্তুসংস্থান। কিন্তু আকাশের সীমায় প্রাণের উদ্ভব অনেকটা বিস্ময়কর। এমনই ঘটনা ঘটেছে মহাকাশ স্টেশনে।যা দেখে অবাক হয়েছে পুরো পৃথিবী, তা হল মহাকাশে ফুটেছে চমৎকার একটি ফুল ।
আরও পড়ুন ঃসৌদিতে দেখা গেল চাঁদ, ২৮ জুন পালিত হবে ঈদ-উল-আযহা, বাংলাদেশে কবে উদযাপন?
সম্প্রতি ইনস্ট্রাগ্রামে একটি জিনিয়া ফুলের ছবি শেয়ার করেছে মার্কিন প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। উজ্জ্বল সেই ফুলের ছবি দেখে মুগ্ধ হয়েছেন সবাই। হালকা কমলা পাঁপড়িগুলোর নেপথ্যে পৃথিবীর আভাসও রয়েছে ফুলটিতে।কীভাবে সেখানে এই ফুল ফুটেছে, এ নিয়ে কৌতুহলের যেন শেষ নেই নেটিজেনদের। পৃথিবীর বাইরে উদ্ভিদের এমন বিকাশের প্রক্রিয়া জানতে চেয়েছেন অনেকেই।
নাসা জানিয়েছে, গত শতকের ষাটের দশক থেকেই মহাকাশের ফুল ফোটানোর স্বপ্ন দেখতেন মহাকাশবিজ্ঞানীরা। সেই গবেষণা স্বার্থকতার মুখ দেখতে শুরু করেছে। এ প্রসঙ্গে নাসা আরও জানিয়েছে, মহাকাশ-বাগান শুধু সৌন্দর্য আর সমারোহ দেখার জন্যই নয়। পৃথিবীর বাইরে কক্ষপথে কীভাবে উদ্ভিদরা বেড়ে ওঠে তা নিয়ে গবেষণারও অংশ এটি।
এর মাধ্যমে পৃথিবীতে শস্য উৎপাদনের বিষয়টিকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করা যাবে বলেও মনে করছে নাসা।