আইকোনিক ফোকাস ডেস্কঃ ক্যারিয়ারের প্রথম ছবিতে অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জাকিয়া বারী মম। এরপর ছবিতে সেভাবে গুরুত্ব না দিলেও নাটকে নিয়মিত অভিনয় করে শীর্ষ স্থানে জায়গা করে নেন এ অভিনেত্রী।
এই দিকে তার সমালোচকরা বলছেন, মম নির্মতাদের কাছে গুরুত্ব হারাচ্ছেন। তাকে নিয়ে এখন অনেকেই কাজ করতে অনাগ্রহী। তা ছাড়া নাটকে ইদানীং যে জুটি প্রথা তৈরি হয়েছে, সেখানেও মম কিছুটা পিছিয়ে। নির্দিষ্ট করে কারও সঙ্গে জুটি গড়তে পারছেন না তিনি। তবে এসব কথা হেসেই মম উড়িয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনাকালের আগে কিন্তু আমি মাসজুড়েই অভিনয় নিয়ে ব্যস্ত থাকতাম। করোনাভীতির কারণেই মূলত অভিনয় করছি না।
যদি বেঁচে থাকি তাহলে অনেক কাজই করা যাবে ভবিষ্যতে। শুটিং না করলেও আমি নিয়মিত নাটকে অভিনয়ের প্রস্তাব পাই। পরিচালকদের আমার চিন্তার কথা বলে বিনয়ের সঙ্গে কাজগুলো ফিরিয়েও দিচ্ছি। আমি আশাবাদী যে শিগ্গির এ পরিস্থিতির উন্নতি হবে এবং আমরা আবারও স্বাভাবিকভাবে কাজ করতে পারব। অভিনয় ছাড়ছি না। কারণ এ কাজটির জন্যই দর্শক আমাকে ভালোবাসেন এবং আমি সবার কাছে পরিচিত।