মধ্যরাতে কাঁদলেন কেনো মিথিলা

আইকোনিক ফোকাস ডেস্কঃ বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অভিনয় করে যাচ্ছেন নিয়মিত। তার এই অভিনয় এখন ছড়িয়ে গেছে কলকাতাতেও। বর্তমানে তিনি ‘মন্টু পাইলট’ নামের একটি ওয়েব সিরিজের শুটিংয়ে কলকাতায় রয়েছেন।

সোমবার ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনও তিনি যখন শুটিংয়ে ব্যস্ত। ঠিক তখনই কলকাতার শুটিং ইউনিটের মানুষজন মহান একুশে ফেব্রুয়ারির ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি বাজিয়ে স্মরণ করেন ভাষা শহীদদের।

ভিন্ন এক জায়গায় শুটিং শেষ করে হঠাৎ এমন কাণ্ডে তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। শেষমেশ অঝোরে কান্না শুরু করেন। এ সময় তাকে বুকে টেনে নেন অন্য সহকর্মীরা। সবাই তাকে মাথায় হাত রেখে সান্ত্বনা দেন।

মিথিলার এমন কান্নার ভিডিওটি ধারণ করেছেন ওয়েব সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করা সৌরভ। তিনি সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেন। ক্যাপশনে লেখেন, ‘সারারাত শুটিং শেষে ভারত লক্ষ্মী স্টুডিওতে একুশের ভোর। মন্টু পাইলটের টিমের পক্ষ থেকে রইলো শ্রদ্ধা ও ভালোবাসা।’

Leave a Reply

Translate »