ভেজা মৌসুমে আপনার কাপড় রাখুন টাটকা

আইকোনিক ফোকাস ডেস্কঃ ছাতা মাথায় দিয়ে বৃষ্টি থেকে বাঁচা গেলেও কাপড় ঠিকই ভিজে যায়। তাই এই মৌসুমে উপযোগী পোশাক পরা ও তার সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কাপড় শুকাতে সময় লাগে বেশি, তাই সহজে পানি ঝরে যায় এমন কাপড় ব্যবহার করা উচিত এবং কাপড়ের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।

 

যত্নের অভাবে এই মৌসুমে কাপড়ে ছত্রাক ও তিল পড়া, স্যাঁতস্যাঁতে গন্ধ ইত্যাদি দেখা দেয় বলে জানান তিনি। বৃষ্টিতে ভেজা কাপড় ভালো মতো ডিটারজেন্ট দিয়ে ধুতে হবে। আর সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে।

 

শুকনা কাপড় ইস্ত্রি করে কাপড়ের ভাঁজে ন্যাপথলিন দিয়ে রাখতে হবে, এতে কাপড়ে পোকা কাটার সম্ভাবনা কমে যায়। তবে সতর্ক করে দিয়ে তিনি বলেন, “কাপড়ে অতিরিক্ত ন্যাপথলিন ব্যবহার করা ঠিক নয়। এতে কড়া গন্ধ হয় যা পরে অস্বস্তির সৃষ্টি করতে পারে। ন্যাপথলিন ব্যবহার না করতে চাইলে নিম পাতাও ব্যবহার করা যেতে পারে।

 

কাপড়ের ভাঁজে ন্যাপথলিন বা নিমপাতার পাউডার রাখলে তা কাপড়কে পোকার আক্রমণ থেকে রক্ষা করবে এবং আর্দ্রতা শুষে নিয়ে দুর্গন্ধ হওয়া থেকে রক্ষা করবে। পাতলা সুতি বা জর্জেট ও সিল্কের কাপড়ের কাদার দাগ সহজে উঠে গেলেও জিন্স, ডেনিম বা অন্যান্য মোটা কাপড়গুলোতে কাদার দাগ লাগলে সহজে উঠতে চায় না। আবার ভারী কাপড় হওয়ায় তা নিয়মিত ধোয়াও যায় না। কারণ শুকানো বেশ ঝামেলার।

 

এক্ষেত্রে কাদা লেগেছে কেবল সে স্থান ভালো মতো ধোয়ার পরামর্শ দেন শাহমিনা রহমান। আর যদি ধোয়া সম্ভব না হয় তাহলে ভেজা পাতলা কাপড় দিতে কিছুটা সময় নিয়ে ময়লা তুলে ফেলতে হবে। যে উপায়েই কাদার দাগ তোলা হোক না কেনো, কাপড় অবশ্যই ভালো মতো শুকিয়ে নিতে হবে। নইলে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে।

 

সুতি কাপড় পরা আরামদায়ক হলেও একটানা বৃষ্টি হলে তা ব্যবহারের পরে শুকানো নিয়ে খানিকটা ঝামেলায় পড়তে হয়। সুতি কাপড় ঠিক মতো শুকিয়ে রাখা না হলে তাতে ফাঙ্গাস ও পোকা কাটার ঝুঁকি থাকে। তাই রোদে অথবা ফ্যানের বাতাসে সম্পুর্ণ শুকিয়ে নেওয়া উচিত।

Leave a Reply

Translate »