আইকোনিক ফোকাস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের হার দিয়ে ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু করেছে আফগানিস্তান। অন্যদিকে একই দিনে শনিবার (৭ অক্টোবর) দেশটিতে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার-হাজার মানুষ।
এবার দেশের মানুষদের এমন দুর্দিনে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রশিদ খান। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর থেকে পাওয়া ম্যাচ ফি’র পুরোটাই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন এই লেগ স্পিনার।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রশিদের ভাষ্য, আফগানিস্তানের পশ্চিম প্রদেশে (হেরাত, ফারাহ এবং বাডঘিস) ভূমিকম্পের করুণ পরিণতি সম্পর্কে জেনে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্যার্থে বিশ্বকাপ থেকে পাওয়া আমার সব ম্যাচ ফি দান করব। দ্রুতই সাহায্য করতে পারবে এমন লোকদের নিয়ে আমরা তহবিল গঠন করব।
আরও পড়ুনঃ সাকিবকে ‘মীরজাফর’ বললেন শিশির
এদিকে আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬০ জনে। রোববার (৮ অক্টোবর) এই তথ্য জানিয়েছে তালেবান সরকারের মুখপাত্র। এ ছাড়া বার্তাসংস্থা এপির প্রতিবেদনেও বিষয়টি জানানো হয়েছে।