ভক্তদের দুঃসংবাদ দিলেন শ্রীলেখা

আইকোনিক ফোকাস ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বছরের শুরুতেই ভক্ত অনুরাগীদের দুঃসংবাদ দিলেন তিনি। করোনায় আক্রান্ত হয়েছেন এই নায়িকা।

শরীর ও গলা ব্যথা শুরু হলে তিনি করোনা পরীক্ষা করান। শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় তার করোনা শনাক্তের কথা জানায় চিকিৎসক। তবে তিনি আগের তুলনায় অনেকটা ‍সুস্থ রয়েছেন।

তিনি বলেন, কোভিড তাকে কাবু করবে তা ভাবতেই পারেননি! দিন দুই ধরে জ্বর। সঙ্গে গলা ব্যথা, কাশি, গা-হাত-পা মাথায় প্রচণ্ড যন্ত্রণা। গলা বসে গিয়েছিল। তাই নিয়েই তিনি দিব্যি ছিলেন খোশমেজাজে। ফেসবুকে পোস্টের পরে পোস্ট দিয়েছেন। গান শুনিয়েছেন অনুরাগীদের। কিন্তু শরীর খারাপের দিকে যাওয়ায় বৃহস্পতিবার রাতে কোভিড পরীক্ষা করান তিনি।

Leave a Reply

Translate »