ব্রাজিলের জয় নেই কেনো

আইকোনিক ফোকাস ডেস্কঃ আগেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছিল ব্রাজিল। ব্রাজিল কোচ তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে বিশ্রাম দিয়েছিলেন নেইমারসহ মূল একাদশের অনেককে। তবে নেইমারকে ছাড়া খেলতে নেমে জিততে পারেনি ব্রাজিল।

 

চার ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করে ‘বি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে ভেনিজুয়েলা। অন্যদিকে তিনটি ড্রতে ৩ পয়েন্ট পাওয়া ইকুয়েডর গ্রুপের চতুর্থ দল হিসেবে উঠেছে কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালে দলটি মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের শীর্ষ দলের। আগামীকাল সকালে নির্ধারিত হবে আর্জেন্টিনা না অন্য কাউকে শেষ আটে প্রতিপক্ষ হিসেবে পাবে ইকুয়েডর।

 

ব্রাজিল গ্রুপ পর্ব শেষ করেছে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে। ‘বি’ গ্রুপের শীর্ষ দলটি শেষ আটে পাবে উরুগুয়ে কিংবা চিলিকে। আগামীকাল প্যারাগুয়ে উরুগুয়েকে হারিয়ে দিলে লুইস সুয়ারেজদের প্রতিপক্ষ হিসেবে পাবে নেইমাররা।

 

ব্রাজিল আজ শুধু নেইমারকেই নয় প্রথম একাদশে রাখেনি থিয়াগো সিলভা, কাসেমিরো, রিচার্লিসন ও গ্যাব্রিয়েল জেসুসদের। বিকল্পরা অবশ্য ম্যাচে আলো ছড়াতে পারেননি। প্রমাণ করতে পারেননি নিজেদের।

Leave a Reply

Translate »