বেলি-ড্যান্স করে হাড়ালেন চাকরি ও স্বামী

আইকোনিক ফোকাস ডেস্কঃ বিশ্বজুড়ে কত ঘটনাই তো ঘটে যাচ্ছে প্রতিনিয়ত। কখনও সে ঘটনা আলোচিত হয় আবার হয় সমালোচিত। ভার্চুয়ালি সেই ঘটনা এখন মুহূর্তেই হাতের মুঠোয় চলে আসে পাঠকের। সেই সব ঘটনাকে কেন্দ্র করে অনেক মানুষকে ভাবায়। কারও কারও হাসি পায় আবার কান্নাও। সম্প্রতি মিশরে এমনই এক ঘটনা ঘটেছে; যা এখন সারা বিশ্বের মানুষের কাছেই আলোচিত।

মিসরে বেলি-ড্যান্স করায় এক স্কুলশিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে তাকে তালাক দিয়ে ঘরছাড়া করেছেন তার স্বামীও। যদিও বেলি-ডান্সের উৎপত্তি ফ্যারাওদের যুগে। কিন্তু এখনও বেশির ভাগ নারীকে জনসমক্ষে বেলি-ডান্সের সময় তাচ্ছিল্যের চোখেই দেখা হয়। বেলি-ডান্সের জন্য সমাজের মানদণ্ডে মাপার রীতি নতুন নয়। এবার সেই মাপকাঠিতে মাপা হলো স্কুলশিক্ষিকা আয়া ইউসুফকে।

দোষ হিসেবে নীল নদে নৌকার ওপরে একটি সামাজিক অনুষ্ঠানে বেলি-নাচ করার সময় একজন সহকর্মী অনুমতি ছাড়াই তার নাচের রেকর্ড করেন। ভিডিওতে পুরুষ সহকর্মীদের পাশাপাশিই নাচতে দেখা যায় তাকে। আর এর মাসুল হিসেবেই চাকরি থেকে বরখাস্ত করা হয় আয়া ইউসুফকে। তার স্বামীও তাকে ‘তালাক’ দিয়ে ঘরছাড়া করেন।

Leave a Reply

Translate »