করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন খেলাধুলা বন্ধ থাকলেও সামনে শ্রীলঙ্কা সফর এর কথা রয়েছে টাইগারদের । আর তাই শ্রীলঙ্কা সফর এর আগে নিজেদের প্রস্তুত করে নিতে হবে। ফিটনেস, স্কিল নিয়েই কাজ করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। নতুন সূচি অনুযায়ী গতকাল শনিবার বৃষ্টিভেজা দিনেই অনুশীলনে যোগ দেন তামিম, মুশফিক, মুমিনুলরা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে যোগ দেন পেসার রুবেল হোসেনও। ঈদের পর তামিম, মাহমুদউল্লাহ, মুমিনুলরা মাঠে অনুশীলনে ফিরেছেন। স্বাস্থ্যবিধি মেনে জাতীয় প্রায় সব ক্রিকেটারই এখন নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবেন মুমিনুলরা। সেখানে এক মাসের প্রস্তুতি ক্যাম্প হবে। এরপর আগামী ২৪ অক্টোবর থেকে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। শ্রীলঙ্কার প্রস্তুতি শেষে চূড়ান্ত দল নির্বাচন করবেন নির্বাচকরা।
করোনাভাইরাসের কারণে গত মার্চের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন টাইগাররা। করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে দেশের মাঠে খেলা আয়োজন করা সম্ভব হচ্ছে না। শ্রীলঙ্কা সফরের মাধ্যমে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটাররা।