আইকোনিক ফোকাস ডেস্কঃ বিশ্বের উচ্চতম ভবনগুলোর মধ্যে অন্যতম বুর্জ খলিফা। এর চূড়ায় দাঁড়িয়ে থাকতে দেখা গেল হলিউড অভিনেতা উইল স্মিথকে। ইউটিউবের একটি সিরিজের জন্য বুর্জ খলিফার মাথায় ওঠেন তিনি। আর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি ভাইরাল হয়েছে।






ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ১৬০ তলা ওই ভবনের উচ্চতা ২ হাজার ৭২২ ফুট। ৫২ বছরের উইল স্মিথকে তারই ওপরে চড়তে দেখা গেছে। ইউটিউব শো ‘বেস্ট শেপ অফ শেপ অফ মাই লাইফ’-এর একটি এপিসোডের জন্য বুর্জ খলিফার মাথায় ওঠেন তিনি।






ছবিতে তাকে বুর্জ খলিফার মাথায় দুই হাত ছড়িয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আবার অন্য একটি ছবিতে বিল্ডিং-এর মাথায় বসে থাকতেও দেখা গেছে এই মার্কিন অভিনেতাকে।