বিশ্বনবি যে দোয়া করতেন আয়না দেখে

আইকোনিক ফোকাস ডেস্কঃ আয়না দেখলেই অনেকে দোয়া পড়েন। এটি কীসের দোয়া? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও আয়না দেখলেই দোয়া করতেন। হ্যাঁ, দোয়াটি মুসলিম উম্মাহর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এটি কি শুধু আয়নায় চেহারা দেখার দোয়া নাকি অন্য কোনো দোয়া? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়না দেখে কী দোয়া করতেন?

 

আল্লাহ তাআলা মানুষকে সুন্দর অবয়ব/চেহারা দিয়ে সৃষ্টি করেছেন। প্রতিটি চেহারাই সুন্দর ও মায়ময়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আয়নায় নিজের সুন্দর পবিত্র চেহারা দেখতেন; তখন তার মনে একটি বাসনা জেগে ওঠতো- হে আল্লাহ! আপনি আমার চেহারাকে যেভাবে সুন্দর করেছেন; সেভাবে আমার চরিত্রকেও সুন্দর করে দিন।’ হাদিসে পাকে ছোট্ট এ দোয়াটিই ওঠে এসেছে এভাবে-

 

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (আয়নার প্রতি রক্ষ্য করলে) বলতেন-

‘আল্লাহুম্মা হাস্সানতা খালকি; ফা আহসিন খুলুকি।’

অর্থ : হে আল্লাহ! তুমি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছো; কাজেই (এভাবে) আমার চরিত্র সুন্দর করে দাও’ (ইবনে হিব্বান, মিশকাত)

 

দোয়ার গুরুত্ব

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ দোয়া উম্মতে মুহাম্মাদির জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেক মানুষই আয়না নিজের চেহারা দেখেন। আর তা দেখে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ ও অনুকরণে নিজের সুন্দর চেহারার মতো নিজের চরিত্র সুন্দর করার জন্যই আল্লাহর কাছে দোয়া করবেন।

 

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বেশি বেশি এ দোয়াটি পড়ার তাওফিক দান করুন। নিজেদের চেহারার মতো সুন্দর করে নিজেদের চরিত্রকে সুন্দর করতে আল্লাহর কাছে ধরনা দেওয়ার তাওফিক দান করুন। আমিন।

Leave a Reply

Translate »