আইকনিক ফোকাস ডেস্কঃ অনেক আগে থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিলো আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আসছে । অপেক্ষা ছিল শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার। বুধবার (২ আগস্ট) সেই অপেক্ষার প্রহর কেটেছে।
আসন্ন বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। ১৫ অক্টোবরের পরিবর্তে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর।
মূলত ১৫ অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান নবরাত্রি উদযাপিত হবে। সেদিনকার নিরাপত্তার কথা চিন্তা করে একদিন এগিয়ে আনা হয়েছে ম্যাচটিকে। তবে ভেন্যুতে পরিবর্তন আসছে না এই ম্যাচের। পূর্বনির্ধারিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হবে ম্যাচটি।
আরো পড়ুনঃতামিম ইকবালের বদলে কে হতে যাচ্ছেন অধিনায়ক
এই ম্যাচটিকে এগিয়ে আনায় পরিবর্তন এসেছে আরেকটি ম্যাচের সূচিতে। ১২ অক্টোবর হায়দ্রাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের খেলার কথা ছিল। খেলাটি দুইদিন এগিয়ে এনে ১০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া আরও কয়েকটি ম্যাচের সূচিতে পরিবর্তন আসবে বলে জানানো হয়েছে আইসিসির পক্ষ থেকে। খুব শিগগিরই এই বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।
এমতাবস্থায় যেসকল দর্শক আগে থেকেই হোটেল বুক করে রেখেছেন তাদের ভোগান্তিতে পড়তে হতে পারে।