আইকোনিক ফোকাস ডেস্কঃ রাজশাহীর তানোর উপজেলার গোদামারী গ্রামে বিড়ি কেনার টাকা নিয়ে বাগবিতণ্ডায় নানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে। ইতোমধ্যে অভিযুক্ত নাতি ইসমাইল সরেনকে (২৪) আটক করেছে পুলিশ।
সোমবার (৪ সেপ্টেম্বর) তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী হলেন, উপজেলার গোদামারী গ্রামের সরেন টুডুর স্ত্রী সোনা সরেন (৭৬)।
আরও পড়ুনঃ নায়িকার গালে নির্মাতার চুমু
স্থানীয়রা জানান, গোদামারী গ্রামে নানি-নাতি একসঙ্গে বসবাস করতেন। রোববার দুপুরে বিড়ি কেনার টাকার জন্য দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় ইসমাইল কাউকে ঘরে ঢুকতে দেননি। পরে একই দিন সন্ধ্যায় স্বজনরা ঘরে মরদেহ দেখতে পায়। পরে রাতে দাফনের সময় খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, রোববার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।