আইকোনিক ফোকাস ডেস্কঃ নানামাত্রিক চলচ্চিত্র দিয়ে দর্শক হলে ফেরানোর চেষ্টা চলছে। এর মধ্যে কিছু বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনি নিয়েও সিনেমা তৈরি হচ্ছে। তার ভিড়ে আসতে চলেছে আরও একটি নতুন সিনেমা। এর নাম ‘জলকিরণ’। এতে জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব ও স্পর্শিয়া।
রোববার (২ জানুয়ারি) রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় এইচ আর হাবিব পরিচালিত এই সিনেমার ফার্স্টলুক উন্মোচন করা হয়েছে৷ সেখানে নিরব-স্পর্শিয়া ছাড়াও উপস্থিত ছিলেন সিনেমাটির শিল্পী সৈয়দ হাসান ইমাম, আরমান পারভেজ মুরাদ, রাশেদ মামুন অপু, সুজন হাবিব, সৌরভ ফারসি।
পরিচালনার পাশাপাশি এ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন এইচ আর হাবিব। তিনি বলেন, “একটু ভিন্নধর্মী আমেজ আনতে আমরা ‘জলকিরণ’ সিনেমাটি তৈরি করতে যাচ্ছি। শিশু-কিশোরসহ সব শ্রেণির দর্শকদের জন্যই এই সিনেমা নির্মিত হতে যাচ্ছে। আমরা সায়েন্স ফিকশন বলতে ভাবগাম্ভীর, নাশ-বিনাশ বা যুদ্ধজয়ের গল্প দেখি। এই ছবি সায়েন্স ফিকশন চলচ্চিত্রের প্রচলিত ধারার বাইরে। মূলত কমেডি ঘরানার ছবি ‘জলকিরণ’।” শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা।