বিজয় দিবসে রাজীব ও প্রিয়াংকার কণ্ঠে ‘জয় হোক’

আইকোনিক ফোকাস ডেস্কঃ মহান বিজয় দিবস উপলক্ষে তৈরি হলো নতুন গান। ‘জয় হোক’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী রাজীব ও প্রিয়াংকা বিশ্বাস। গানটি লিখেছেন সুজন হাজং। সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

জয় হোক বাঙালির, জয় হোক বাংলার, জয় হোক জনতার, জয় হোক মানবতার-এমন কথার গানটি রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজারের ডি স্টেশন স্টুডিওতে রেকর্ডিং করা হয়।

গানটির প্রসঙ্গে সুজন হাজং বলেন, এটি দেশের গান। বাঙালির চেতনার গান। বাঙালির বিজয়, স্বনির্ভরতা ও আত্মমর্যাদার কথা গানটিতে বলা হয়েছে। আশা করি গানটির মাধ্যমে তরুণ প্রজন্ম দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা খুঁজে পাবে।

রাজীব ও প্রিয়াংকা বিশ্বাস তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘দেশের গান গাইতে কার না ভাল লাগে। আমরা আমাদের দেশকে ভালোবাসি, সম্মান করি। দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ এ গানটি।’

সুরকার ও সংগীত পরিচালক সুমন কল্যাণ বলেন, ‘গানের কথা খুব চমৎকার। এমন একটি দেশের গানে সুর করতে পেরে আমি গর্বিত। এটি একটি বিজয়ের গান। বাঙালির সাম্য ও মানবতার গান। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

এসময় জানা গেছে, ‘জয় হোক’ শিরোনামের এ গান আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।

Leave a Reply

Translate »