বিক্রি হলো চেলসি ৪৪ হাজার কোটি টাকায়

আইকোনিক ফোকাস ডেস্কঃ রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে ইংলিশ ক্লাব চেলসির মালিকানা পরিবর্তনের কথা উঠছিল। কারণ, চেলসির মালিকানা ছিল রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচের কাছে। তবে সমাধান হচ্ছিল না যেন। অবশেষে চেলসিতে আব্রামোভিচের সাম্রাজ্যের শেষ হতে যাচ্ছে।

৫২৫ কোটি ডলারে আব্রামোভিচ থেকে চেলসিকে কিনে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী টড বোয়েলি ও তার নেতৃত্বাধীন ব্যবসায়িক গ্রুপ। বাংলাদেশি অর্থমূল্যে যা ৪৪ হাজার কোটি টাকার সমান। চেলসির ওয়েবসাইটে আজ শনিবার (৭ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চেলসির ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, ‘চেলসি ফুটবল ক্লাব নিশ্চিত করছে, টড বোয়েলির নেতৃত্বে ক্লিয়ারলেক ক্যাপিটাল, মার্ক ওয়াল্টার এবং হ্যানসজর্গ ওয়েস ক্লাবের নতুন মালিক হতে চুক্তিপত্রে সম্মত হয়েছেন।’

বোয়েলির সঙ্গে তার ব্যবসায়িক অংশীদার হিসেবে আছে আর্থিক প্রতিষ্ঠান ক্লিয়ারলেক ক্যাপিটাল, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মার্ক ওয়াল্টার ও সুইস বিলিয়নার হ্যান্সিয়োর্গ উইজ। এই প্রতিষ্ঠানটি চুক্তির শর্ত অনুযায়ী, চেলসির শেয়ার কিনতে খরচ করবে প্রায় ২৭ হাজার কোটি টাকা।

Leave a Reply

Translate »