বাবা-মায়ের কবরের পাশেই কবর দেয়া হলো মাহমুদ সাজ্জাদকে  

আইকোনিক ফোকাস ডেস্কঃ গত রোববার (২৪ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।

এরপর ঢাকা শিল্পকলা একাডেমিতে শেষ শ্রদ্ধা জানিয়ে সোমবার (২৫ অক্টোবর) জন্মস্থান ময়মনসিংহ নগরীর গলগন্ডা এলাকায় মায়ের কবরের পাশে বিশিষ্ট অভিনেতা মাহমুদ সাজ্জাদকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

এর আগে গলগন্ডা কাজীবাড়ি পুরাতন জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় তার ছোট ভাই সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, আরেক ভাই নাট্য ব্যক্তিত্ব ম হামিদ উপস্থিত মুসুল্লিদের কাছে ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’। এ ছাড়াও জহির রায়হান পরিচালিত ‘সংসার’, খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’ ও ‘আপন পর’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেন।

Leave a Reply

Translate »