আইকোনিক ফোকাস ডেস্কঃ বলিউডের অন্যতম একজন অভিনেত্রী আলিয়া ভাট। স্টারকিডের তকমা নিয়েও স্বমহীমায় উজ্জ্বল যিনি। অল্প কিছুদিনের মধ্যেই মা হবেন রণবীর ঘরণী; চলছে সন্তান বরণের প্রস্তুতি। ছোটবেলা থেকেই আলিয়া স্বাধীনচেতা। আর তাই ২০১৭ সালে বাবা-মায়ের সঙ্গ ছেড়ে মুম্বাইয়ের জুহুতে নিজ অ্যাপার্টমেন্টে ওঠেন। তার এই সিদ্ধান্ত কীভাবে তার ব্যক্তিগত উন্নতিতে প্রভাব ফেলেছিল সে ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন ‘গাঙ্গুবাই’ অভিনেত্রী।
সাক্ষাৎকারে আলিয়া জানান, বাবা-মাকে ছেড়ে আসাতে তিনি আরও বেশি দায়িত্বশীল এবং স্বাধীনচেতা হয়ে ওঠেন। তাই বলে জুহুর ওই বাসাতে তিনি একা থাকতেন না। সঙ্গে থাকত বড় বোন শাহিন ভাট ও আদুরে বিড়াল ‘এডওয়ার্ড’।
আলিয়া আরও জানান, যখন তিনি পিত্রালয় ছেড়ে একা থাকতে শুরু করেন তখন তার চিন্তা-ভাবনা প্রসারিত হতে শুরু করে। পরিবারের সঙ্গে সম্পর্কে আরও স্বাচ্ছন্দ্য ভাব আসে। ক্রমেই এ দূরত্ব বন্ধুত্বে রূপ নেয়। বড় বোন শাহিনকে খন্ডকালীন তার সঙ্গে জুহুতে থাকতে রাজিও করান।