বাংলাদেশের দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস। নির্ধারিত সময়ে কোয়ারেন্টিনে ঢুকতে পারেননি বলে এ দুজন খেলতে পারেননি অস্ট্রেলিয়া সিরিজে।

একই কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে না পারা লেগস্পিনার আমিনুল ইসলামও ফিরেছেন দলে। অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন শুধু মোহাম্মদ মিঠুন। আজ পাঁচ ম্যাচের সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়া সিরিজের মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও নেই তামিম ইকবাল। হাঁটুর চোটে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরই দেশে ফিরে আসা ওপেনার আছেন পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে। তখন বলা হয়েছিল, ৮-১০ সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে তামিমকে। তামিমের অনুপস্থিতিতে বাংলাদেশের ওপেনিংয়ে এখনো প্রথম দুই পছন্দ হতে যাচ্ছেন মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকারই।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট বাংলাদেশ আসবে নিউজিল্যান্ড। ১ সেপ্টেম্বর হবে প্রথম টি-টোয়েন্টি, যেটি শেষ হবে ১০ সেপ্টেম্বর।

১৯ সদস্যের বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।

Leave a Reply

Translate »