আইকোনিক ফোকাস ডেস্কঃ একটু ফিরে যাওয়া যাক ২০১৮ সালের নিদহাস ট্রফির বাংলাদেশ- শ্রীলঙ্কা ম্যাচে। সেই ম্যাচে লঙ্কানদের হারিয়ে ব্যতিক্রমী এক উদযাপনে মত্ত হয়েছিলেন মুশফিকুর রহিম। সাপের মতো ফণা তুলে ছোবল দেওয়ার ভঙ্গিতে নেদে উদযাপন করেছিলেন। মুশফিকের সেই নাচ বিখ্যাত হয়েছিল ‘নাগিন ড্যান্স’ হিসেবে।
পরে পুরো দল মিলে মেতে ওঠে মুশফিকের দেখানো উদযাপনে। সেদিন থেকেই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের ট্রেডমার্ক হয়ে দাঁড়ায় ‘নাগিন ড্যান্স’।
বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ আসলেই এরপর থেকেই আলোচনায় কেন্দ্রবিন্দুতে থাকে মুশির সেই বিখ্যাত ‘নাগিন ড্যান্স’। যদিও নিদহাস ট্রফির সেই ম্যাচের পর আর লঙ্কানদের বিপক্ষে ম্যাচে ‘নাগিন ড্যান্স’ দেওয়া হয়নি জাতীয় দলের কোনো ক্রিকেটারকে।
আরো পড়ুনঃবৃষ্টি শেষে আফ্রিদির হানায় ভারত কুপোকাত
কিন্তু গ্যালারিতে বসে থাকা দর্শকদের প্রায়শই দেখা যায় ‘নাগিন ড্যান্স’ দিতে।
বাংলাদেশ-শ্রীলঙ্কার এশিয়া কাপের ম্যাচের আগে দিয়েও একইরকম ভাবে আলোচনায় ফের উঠে আসে এমন উদযাপন। পাল্লেকেলে স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের ওই ভঙ্গিতে নাচতে দেখা গেছে।
তবে এবারে বাংলাদেশ-শ্রীলঙ্কা ছাপিয়ে ‘নাগিন ড্যান্স’ গিয়ে পৌঁছালো আফগান শিবিরে।
এশিয়া কাপে রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে এশিয়া কাপের মিশন শুরু হবে আফগানিস্তানের। সেই ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যেই লাহোর পৌছেছে আফগান দল। সেখানে দলের ফটোসেশনে ফিরে এসেছে সেই বিখ্যাত ‘নাগিন ড্যান্স’।
দলের ফটোসেশনে আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে দেখা গেছে ‘নাগিন’ স্টাইলে ফণা তুলে ছবি তুলতে। আর তাতেই শুরু হয় এই ছবি নিয়ে আলোচনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিটি। যেন রীতিমতো বাংলাদেশের ট্রেডমার্ক দিয়ে বাংলাদেশকেই খোঁচা মারলেন রশিদ। ম্যাচের আগে রাশিদের এই ছবি এমনটাই বার্তা দিচ্ছে বলে মনে করছেন নেটিজেনরা।
এমনটা মনে করাই স্বাভাবিক। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের শুরুটা হার দিয়েই করেছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। সে কারণেই ধারণা করা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে টাইগারদের খোঁচা মারতেই এমন পোজে ছবি তুলেছেন রশিদ।