আইকোনিক ফোকাস ডেস্কঃজানুয়ারির ২৭ তারিখ থেকে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। করোনা মহামারির জন্য গ্যালারিতে ৫০ ভাগ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার।
তবে এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার। পাকিস্তানের গণমাধ্যমে জানানো হয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে গ্যালারিতে শতভাগ দর্শক উপস্থিতি নিয়ে অনুষ্ঠিত হবে পিএসএল।
পাকিস্তানে করোনার প্রকোপ কমে আসা ও বেশির ভাগ মানুষ টিকার আওতায় আসায় এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার।
আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ২২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৬ তারিখ থেকে লাহোরে অনুষ্ঠিত হবে এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ ১২টি ম্যাচ।