খুলনার জয়, এই দিকে সিলেটের বিতর্কের ম্যাচে কেনো

আইকোনিক ফোকাস ডেস্কঃচট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মতো হুট করেই নেতৃত্বে পরিবর্তন এনেছে সিলেট সানরাইজার্স। নিজেদের সপ্তম ম্যাচের টসে চমক, নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেনের পরিবর্তে টস করতে আসেন রবি বোপারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া টিম লিস্টেও অধিনায়ক ছিলেন মোসাদ্দেক।

সে সব বিতর্ক পেছনে ফেলে টস জিতে বোলিংয়ে নামে সিলেট। ব্যাট করতে নেমে ওপেনার আন্দ্রে রাসেলকে ১ ও শেখ মেহেদীকে শূন্য রানে হারিয়ে খুলনার শুরুটা হয় বাজে। তবে বাজে শুরু মুহূর্তেই কেটে যায় সৌম্য সরকার আর ইয়াসির আলীর ব্যাটে।

দুজনের ৪৫ (৩৩) রানের জুটি ভাঙে ইয়াসিরের ২৩ রানে বিদায়ে। এরপর লম্বা জুটি গড়েন সৌম্য ও মুশফিকুর রহিম। তবে এর মাঝে বিতর্কের জন্ম দেন সিলেটের অধিনায়ক রবি বোপারা।

ম্যাচের নবম তম ওভারের প্রথম বল করতে গিয়ে বাঁহাত দিয়ে লুকিয়ে ডানহাত দিয়ে বল বিকৃতি করেন। সেটা স্পষ্ট ধরা পড়ে টিভি ক্যামেরায়।এরপর আরও দুটি বল করার পর বোপারাকে ডেকে বল পরিবর্তন ও আইন অনুযায়ী ৫ রান দেওয়া হয় সিলেটকে। যা যোগ হয় খুলনার স্কোর কার্ডে।

Leave a Reply

Translate »