ফারহান-তিশার নাটকের শুটিংয়ে বখাটেদের হামলা

আইকোনিক ফোকাস ডেস্কঃ চলছে ঈদের নাটকের শুটিংয়ের মৌসুম। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ইতোমধ্যেই নির্মিত হচ্ছে নতুন নতুন নাটক। গল্পের প্রয়োজনে দেশের নানা প্রান্তেই শুটিং করতে যাচ্ছেন অভিনয়শিল্পী, নির্মাতাসহ পুরো শুটিং ইউনিট।

এরকমই একটি নাটকের শুটিংয়ে অভিনেতা মুশফিক ফারহান ও অভিনেত্রী তানজিন তিশাসহ পুরো ইউনিট টাঙ্গাইলে শুটিং করতে গিয়েছিলেন। তবে শুটিংয়ে ঘটে বিপত্তি। গত ১১ জুন থেকে ১৩ জুন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, একাডেমিক ভবন, ক্যাফেটেরিয়া, মুক্তমঞ্চসহ বিভিন্ন পয়েন্টে শুটিং হয়।

তবে শুটিংয়ের শেষ মুহূর্তে বহিরাগত কিছু বখাটেদের সঙ্গে বাগ-বিতণ্ডার জেরে আক্রমণ ও মারধরের শিকার হন নাটকের নির্বাহী প্রযোজক সৌরভ ইশতিয়াকসহ আরও ৫ থেকে ৬ জন।

Leave a Reply

Translate »