প্রথম বলেই আউট সাকিব

আইকোনিক ফোকাস ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে সাকিব আল হাসান আগেই ছুটি নিয়েছিলেন। এ জন্য বাংলাদেশ তাঁকে ছাড়া সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল সাজিয়েছে।

তবে ব্যাট হাতে সাকিবের শুরুটা মোটেও ভালো হয়নি সিপিএলে। আজ ভোরে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে মাঠে নেমে সাকিব জয় পেয়েছেন ঠিকই, কিন্তু রানের খাতা খুলতে পারেননি।

সিপিএলে এবার প্রোটিয়া স্পিনার তাব্রেইজ শামসির বদলি হিসেবে গায়ানা আমাজন ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন সাকিব। শামসি ফ্র্যাঞ্চাইজি দলটি ছেড়েছেন জাতীয় দলের হয়ে খেলতে । আর মৌসুমের বাকি সময়ের জন্য সাকিব তাঁর বদলি হিসেবে যোগ দিয়েছেন দলটিতে। আজ গায়ানা আমাজন তাঁকে চারে ব্যাট করিয়েছে জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে। কিন্তু প্রথম বলেই আউট হয়েছেন । গোল্ডেন ডাক!

টস হেরে আগে ব্যাটিং পায় গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ১৩ বলে ১৩ রান করেন ওপেনার চন্দরপল হেমরাজ। চতুর্থ ওভারের শেষ বলে আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন সাকিব। পরের ওভারে ইমাদ ওয়াসিমের করা প্রথম বলে সিঙ্গেল নিয়ে সাকিবকে স্ট্রাইক দেন শাই হোপ।
নিজের খেলা প্রথম বলেই সাকিব এলবিডব্লিউ হয়ে ড্রেসিংরুমে ফেরেন।

হোপের ৪৫ বলে ৬০ এবং ওডেন স্মিথের অপরাজিত ১৬ বলে ৪২ রানে ভর করে ৮ উইকেটে ১৭৮ রান তোলে গায়ানা আমাজন ওয়ারিয়র্স।

Leave a Reply

Translate »