পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলকে নেতৃত্ব দিবেন বাবর আজম

আইকোনিক ফোকাস ডেস্কঃ অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলকে নেতৃত্ব দিবেন বাবর আজম। দলে ফিরেছেন বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি ও টপঅর্ডার ব্যাটার হায়দার আলী। প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি ওপেনার শান মাসুদ। ফখর জামানকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়।

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারের পর তোপের মুখে পড়লেও বিশ্বকাপে পাকিস্তান দল নিয়ে আশাবাদি প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। তিনি বলেন, আমরা এমন একটা দল দিয়েছি, যা টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফর্ম করতে পারে। সে জন্যই আমরা ২০২১ বিশ্বকাপে খেলা বেশিরভাগ ক্রিকেটারের ওপরই ভরসা রেখেছি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, উসমান কাদির।

Leave a Reply

Translate »