পরিচালকের নামের বানান ভুল হওয়ায় মোশাররফ করিমের সিনেমা বাদ পড়ল

আইকোনিক ফোকাস ডেস্কঃ ভারতীয় অভিনেতা ব্রাত্য বসু। নাট্যকার, চলচ্চিত্র পরিচালক হিসেবেও তার খ্যাতি রয়েছে। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। প্রায় এক দশক পর ব্রাত্য বসু নির্মাণ করেছেন ‘ডিকশনারি’। এই সিনেমায় অভিনয় করেছেন দেশের শক্তিমান অভিনেতা মোশাররফ করিম। সিনেমাটি দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছে। কিন্তু পরিচালকের নামের বানান ভুল হওয়ায় সম্প্রতি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সিনেমাটি বাদ পড়েছে।

ব্রাত্য বসু পশ্চিমবঙ্গের তৃণমূলের বেশ শক্তিশালী নেতা। রাজ্যটিতে গত নির্বাচনকে ঘিরে তৃণমূলের সঙ্গে বিজেপির দা-কুমড়া সম্পর্ক আরও ধারাল হয়েছে। সে কারণেই রাজনৈতিক কোপ পড়েছে সিনেমাটির ওপর- এমন দাবি করেছেন পরিচালক।

তার অভিযোগ, সিনেমা বাদ যাওয়ার পেছনে রয়েছে রাজনীতি ও বিজেপি। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনও করেছেন ব্রাত্য।

সাংবাদিকদের তিনি বলেন, ‘‘চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত ছিল বাংলার মোট ৫টি সিনেমা। সেই তালিকাভুক্ত ছিল ‘ডিকশনারি’ও। কিন্তু শেষ মুহূর্তে ইমেইল পাঠিয়ে জানানো হয়েছে, পরিচালকের নামের বানান ভুল ছিল। পোস্টারে ব্রাত্য বানানে ‘বি’র জায়গায় ‘ডি’ ছিল। এই একটি কারণেই উৎসব থেকে বাদ পড়েছে নাকি সিনেমা।

Leave a Reply

Translate »