নেই সাকিব নেই মুশফিক তবুও রিয়াদের মুখে আত্মবিশ্বাসের বাণী

আইকোনিক ফোকাস ডেস্কঃ শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক মাহমুদউল্লাহ ছাড়া নেই কোনো সিনিয়র ক্রিকেটার। ১৬ সদস্যের দলে রাখা হয়েছে একঝাঁক তরুণ ক্রিকেটারকে। ইনজুরির কারণে সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই। চোটের কারণে ফিরতে পারেননি তামিম ইকবাল। একইসঙ্গে টি-টোয়েন্টি দলে নেই মুশফিকুর রহিমও।

তবুও রিয়াদের মুখে শোনা গেল আত্মবিশ্বাসের বাণী। সাকিব-মুশফিকের শূন্যতা সেভাবে অনুভব করছেন না মাহমুদউল্লাহ রিয়াদ।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘এটা ঠিক যে এটা খুবই নতুন একটা দল, তরুণ খেলোয়াড়। অভিজ্ঞতা সবসময় সহায়তা করে, যেহেতু সাকিব নেই, মুশফিক নেই, তবে অস্বস্তি ওরকম কখনও বোধ করি না। ওরা থাকলে পরামর্শ সবসময়ই কাজে আসে এবং ওদের সঙ্গে আমি খুব ওপেনলি শেয়ার করতে পারি এবং ওরাও ওদের মতামতগুলো শেয়ার করে।

প্রতিপক্ষ পাকিস্তান দলকে নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘পাকিস্তান এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা দল, তো আমাদের অনেকগুলো নতুন খেলোয়াড় সুযোগ পেয়েছে দলে। এটা আমাদের জন্য খুব কঠিন।

Leave a Reply

Translate »